Friday, July 5, 2013

Child Care During Monsoon (বর্ষাকালে শিশুরযত্ন)

কিছু কথা

"আহা, আজই এ বসন্তে কত ফুল ফোটে, কত বাঁশি বাজে,
কত পাখি গায়, আহা  আজই এ বসন্তে।"

সবই লাগবে ভাল যখন বর্ষা কাটবে ভাল। বর্ষা কালে যেমন আছে তীব্র গরম তেমন বৃষ্টি। আবহাওয়ার এই তারতম্যের কারনে শিশুদের মাঝে দেখা দেয় অনেক ধরনের সমস্যা। বর্ষাকালে সাধারনত
 শিশুরাই বেশি অসুখ-বিসুখের শিকার হয়। কারণ বড়দের তুলনায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তাই প্রয়োজন বাড়তি সতর্কতা। এ সময় সাধারনত সর্দি, কাশি, শ্বাসকষ্ট, জ্বর এবং পানিবাহিত রোগ যেমন: ডাইরিয়া, আমাশয়, জন্ডিসসহ চর্মরোগ ও টাইফয়েড পর্যন্ত হতে পারে। এছাড়া বর্ষাকালে মশার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মারাত্মক রোগে শিশুরা আক্রান্ত হতে পারে।


পরামর্শঃ

- শিশুকে অবশ্যই ফোটানো ও বিশুদ্ধ পানি পান করাতে হবে।
- সামান্য সর্দি-কাশি ও  জ্বরকে অবহেলা করা ঠিক হবে না, কারণ এর থেকে নিউমোনিয়া হয়ে শিশুর জীবন বিপন্ন হতে পারে।

- শিশুর মল যেখানে সেখানে ফেলা যাবে না, এতে জীবাণু সহজেই ছড়িয়ে যেতে পারে।
- সর্দি-কাশি হলে শিশুকে লেবুর রস, তুলসী পাতার রস ও আদা খাওয়ানো যেতে পারে।
- শিশুকে মেঝেতে শোয়ানো যাবে না।
- শিশুদের পা পরিস্কার এবং শুষ্ক রাখা।
- মশা থেকে শিশুকে নিরাপদ রাখা।
- এই বর্ষাকালে গ্রামবাংলায় বন্যার প্রাদুর্ভাব হয়। এক্ষেত্রে যেটি সবচেয়ে বেশি আশংকাজনক তা হল
 পানিতে ডুবে যাওয়া ও সাপে কাটা। তাই কোন অবস্থাতেই শিশুকে পানিতে নামতে দেয়া যাবে না।
- বাড়ির আশেপাশের মশার আবাসস্থল ধ্বংস করতে হবে।
- ঘরে বায়ু চলাচল স্বাভাবিক আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে।
- সর্বোপরি শিশুর পুষ্টিকর খাবারের দিকে নজর দিতে হবে, এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।


No comments:

Post a Comment